বাইবেল কোরআন ও বিজ্ঞান

ইতিহাসের স্মারকঃ ইহুদী খৃষ্ট ধর্ম ও সাধুপল

চার গসপেলঃ উৎস ও ইতিহাস

ম্যাথুর গসপেল (মথি লিখিত সুসমাচার)

মার্কের গসপেল (মার্ক লিখিত সুসমাচার)

লুকের গসপেল (লুক লিখিত সুসমাচার)

জনের গসপেল (জোহান লিখিত সুসমাচার)

গসপেলের উৎস

ফাদার এম ই বয়েসমার্ড

এবারতের ইতিহাস

চার গসপেল ও আধুনিক বিজ্ঞান

যিশুর নসবনামা

ইব্রাহীমের পুত্র দাউদ তৎপুত্র যিশু খৃষ্টের নসবনামা

পান্ডুলিপিতে ওল্ড টেস্টামেন্টের সঙ্গে মিলের পার্থক্য

আধুনিক বিশেষজ্ঞদের ভাষ্য ও মন্তব্য

বিবরণের স্ববিরোধিতা ও অসম্ভাব্যতা

নির্যাতনের বিবরণ

জনের গ্রন্থে ইউকারিস্টের বিবরণ নেই

মৃত্যুর পর যিশুর হাজির হওয়া

যিশুর স্বর্গারোহণ

যিশুর শেষ কথোপকথন ও জনের গসপেলের প্যারাক্লিট

উপসংহার

ভূমিকা

কুরআনের আসলত্ব, কিভাবে তা লেখা হয়

আকাশমন্ডল ও পৃথিবীর সৃষ্টি

সৃষ্টির ছয় মেয়াদ

কুরআনে দুনিয়া ও আকশমন্ডল সৃষ্টির কোন ক্রমিকতা দেয়া নেই

জ্যোতির্মন্ডল গঠনের মৌলিক প্রক্রিয়া এবং তাঁর ফলে গ্রহ উপগ্রহের গঠন

বিশ্বজগতের গঠন বিষয়ে আধুনিক বিজ্ঞানের কতিপয় তথ্য

তারকা, তারকাপুঞ্জ ও গ্রহ ব্যবস্থার গঠন ও বিকাশ

বহু বিশ্বের ধারণা

আন্ততারকা পদার্থ

কুরআনের তথ্যের মুকাবিলায়

কতিপয় আপত্তির জবাব

কুরআনের জ্যোতির্বিদ্যা

আকাশ সম্পর্কে চিন্তা ও ধারণার সাধারণ দিকনির্দেশ

জ্যোতিষ্ক মন্ডলের প্রকৃতিঃ সূর্য ও চন্দ্র

নক্ষত্র মন্ডল

গ্রহমন্ডল

নিম্নতম আকাশ

জ্যোতির্মন্ডলের সংগঠন

চন্দ্র ও সূর্যের কক্ষপথ

চন্দ্রের কক্ষপথ

সূর্যের কক্ষপথ

মহাশূন্যে চন্দ্র ও সূর্যের নিজস্ব শক্তিতে চলার প্রসঙ্গ

দিনরাত্রির ক্রমিকতা

আকাশমন্ডলীর ক্রমবিকাশ

বিশ্বজগতের সম্প্রসারণ

মহাশূন্য বিজয়

পৃথিবী

সাধারণ বিবরণের আয়াত

পানির বিবর্তনচক্র ও সমুদ্র

সাগর

পৃথিবীর পৃষ্ঠদেশ

পৃথিবীর আবহাওয়া

উচ্চতা

আবহাওয়া মন্ডলে বিদ্যুৎ

ছায়া

প্রাণী ও উদ্ভিদ রাজ্য

প্রাণের উৎপত্তি

উদ্ভিদ রাজ্য

উদ্ভিদ জগতে ভারসাম্য

বিভিন্ন খাদ্যের গুণবৈচিত্র

উদ্ভিদ জগতে বংশ বিস্তার

প্রাণীর রাজ্য

মৌমাছি

মাকড়সা

পাখী

মানুষের বংশবিস্তার

কতিপয় মৌলিক ধারণা

কুরআনে মানুষের বংশবিস্তার

শুক্রের উপাদান কি কি?

কুরআন ও যৌনশিক্ষা

কুরআন ও বাইবেলের বর্ণনাঃ সাধারণ বৈশিষ্ট্য

সাধারণ বিষয়ঃ কুরআন, গসপেল ও আধুনিক জ্ঞান

সাধারণ বিষয়ঃ কুরআন ওল্ড টেস্টামেন্ট ও আধুনিক জ্ঞান

নূহের আমলের প্লাবনঃ ওল্ড টেস্টামেন্টের বর্ণনা

এ অভিমতের যুক্তিবাদ নিম্নরূপ

প্লাবন বিষয়ে কুরআনের বর্ণনা

মহাযাত্রা

বাইবেল বর্ণিত মহাযাত্রা

কুরআনে বর্ণিত মহাযাত্রা

কিতাবের তথ্যের সঙ্গে আধুনিক জ্ঞানের মুকাবিলা

মিসরে দুর্যোগ

মহাযাত্রার পথ

পানির অলৌকিক বিভক্ত

ফেরাউনদের ইতিহাসে মহাযাত্রার স্থান

শিলালিপির সমস্যা

কুরআন হাদীস ও আধুনিক জ্ঞান

সাধারণ উপসংহার

প্রকাশকের কথা

 

\"বাইবেল কোরআন ও বিজ্ঞান\" পৃথিবীর বিখ্যাত একটি গ্রন্থ| গ্রন্থটি রচনা করেছেন ফ্রানসের প্রক্ষাত সার্জন, বৈজ্ঞানিক ও গবেষক ডাঃ মরিস বুকাইলি। ফরাসী ভাষায় রচিত তার”লা বাইবেল, লা কুরআন য়েট লা সাইন্স” নামক বই খানি সর্বপ্রথম ১৯৭৬ সালের মে মাসে পেরিসে প্রকাশিত হলে সঙ্গে সঙ্গে সুধীজনের দৃষ্টি আকর্ষন করে। ইংরাজী ও আরবী সহ পৃথিবীর বহু ভাষায় অনুদিত হয়।

 

মহাগ্রন্থ আল কোরআন মানবতার ইহ ও পরকালীন মুক্তি ও কল্যাণের চাবিকাঠি এবং এক মাত্র নির্ভুল আসমানী কিতাব। অথচ যুগে যুগে এ সত্যকে অস্বীকার করার চেষ্টা করা হয়েছে। এ চেষ্টা চলেছে প্রধানত ইহুদী ও খ্রিষ্টান পন্ডিতদের দ্বারা এবং বৈজ্ঞানিকগণ কর্তৃক।

 

এই বইয়ে তিনি আধুনিক বৈজ্ঞানিক গবেষণা থেকে পাওয়া জ্ঞানের সঙ্গে বাইবেলের বর্ণনার সঙ্গতি সুন্দরভাবে তুলে ধরেছেন। বিজ্ঞানের এ চরম উৎকর্ষতার যুগে প্রকৃত সত্যকে যারা আবিষ্কার করতে চান এ বইটি তাদের প্রভূত উপকারে আসছে বিধায় দুনিয়া জোড়া বইটি ব্যাপকভাবে আলোচিত ও প্রশংসিত হচ্ছে। বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট জনাব ওসমান গনি এ অসাধারণ গ্রন্থটি বাংলায় অনুবাদ করলে প্রথমে তা কয়েক বৎসর ধারাবাহিকভাবে মাসিক পৃথিবী পত্রিকায় ছাপা হয়। সম্প্রতি মরহুম ওসমান গনির দিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়ার মাহফিলে সুধীবৃন্দ বইটি গ্রন্থাকারে প্রকাশের ওপর গুরুত্বারোপ করে বলেন যে, বইটি প্রকাশিত হলে এটি মরহুমের পরকালের নাজ্জাতের উছিলা হতে পারে এবং মৃত্যুর পরও তিনি সদকায়ে জারিয়ার সওয়াবের হকদার হতে পারেন।

 

এ দিকটি বিবেচনায় এনে মরহুমের সুযোগ্য সন্তান এবং পরিবার বর্গ বইটি প্রকাশে সানন্দে সম্মত হলে আল কোরআন একাডেমী বইটি প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করে।

 

আল কোরআন একাডেমী কোরআনের শিক্ষা ও বাণী প্রচার ও প্রসার এবং মানুষের মাঝে ব্যাপকভাবে তা ছড়িয়ে দেয়ার উদ্দেশ্শে গঠিত একটি মিশনারী সংস্থা। কোরআন কেন্দ্রীক গবেষণা এবং গবেষনার ফসল প্রকাশ ও প্রচার করাই এ সংস্থার প্রধান কাজ। ইতিমধ্যে আমাদের সহযোগিতায় প্রকাশিত হয়েছে আল কোরআন একাডেমী লন্ডনের ডাইরেক্টর হাফেজ মুনীর উদ্দীন আহমেদ রচিত”DICTIONARY OF THE HOLY QURAN\",”কোরআনের অভিধান”, আল কোরআন একাডেমী ঢাকার ডাইরেক্টর আসাদ বিন হাফিজ রচিত” আল কোরআনের বিষয় অভিধান\" এবং আতা সরকারের লেখা অসাধারণ কোরআন কাহিনী”সুন্দর তুমি পবিত্রতম\"।

 

আল কোরআন একাডেমী ঢাকা কোরআনের ওপর আরো ব্যাপক কাজ করার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। ইতিমধ্যে আল কোরআন একাডেমী লন্ডনের সহযোগিতায় এবং আমাদের তত্ত্বাবধানে বিশ্ববিখ্যাত তাফসীর”ফি জিলালিল কোরান” অনুবাদের কাজ শুরু হয়েছে।

 

আল্লাহ যেন আমাদের সকল নেক মাকসুদ পূর্ণ করেন এবং এ গ্রন্থের লেখক, অনুবাদক, ও প্রকাশককে পরকালে নাজাতের হকদার করেন সকলের কাছে এ দোয়াই কামনা করি। আল্লাহ আমাদের সকলকে তার কালাম জানা, বুঝা ও সেই অনুযায়ী আমল করার তৌফিক দিন।

 

আমীন।

 

বাইবেল কোরআন ও বিজ্ঞান

মরিস বুকাইলি

book স্ক্যান কপি ডাউনলোড