জামায়াতে ইসলামীর ঊনত্রিশ বছর

জামায়াতে ইসলামীর ঊনত্রিশ বছর

 

প্রিয় বন্ধুগণ এবং সমবেত ভদ্য মহোদয়গণ! আজ থেকে ঠিক ঊনত্রিশ বছর আগে এ তারিতে এতটি ক্ষুদ্র ঘটনা সংঘটিত হয়। লাহোর নগরীর একটি মহল্লা ইসলামীয়া পার্কে মাওলানা জফর ইকবাল সাহেবের বাড়ীরনিকটে একটি ছোট্ট বাড়ী। সে বাড়ীর একটি কক্ষে এক সম্মেলন অনুষ্টিত হয়। এতে সমগ্র অবিভক্ত ভারত থেকে পঁচাত্তরজন লোক অংশগ্রহণ করেন এবং তারা জামায়াতে ইসলামী নামে একটি দল গঠন করেন।

 

মূলত এটা কোন আকস্মিক ঘটনা ছিল না। এটা এমন কোন ঘটনা ও ছিল না যে, কোন ব্যক্তির মনে হঠাৎ একটা দল গঠনের ইচ্ছে গজিয়ে উঠলো আর সে অমনি কিছু লোক সংগ্রহ কওে একটা দল খাড়া কওে ফেললো। প্রকৃতপক্ষে এ ছিল আমার দীর্ঘ বাইশ বছরেরঅবিশ্রন্ত পরীক্ষা, পর্যবেক্ষন, চিন্তা পবেষণা ওঅনুশীলনের ফল যা তখন একটা পরিকল্পার রূপ পরিগ্্রহ কওে এবং সে পরিকল্পনা অনুসারেই জামায়াতে ইসলামী গঠিত হয় আজ প্রথমবারের মত আমি জামায়াতে ইসলামীর ঐতিহাসিক পটভূমি বর্ণনা করছি যা আজ পর্যন্ত বক্তৃতায় বা রচনায় বর্ণনা করিনি। আমার নিকটতম সাথীদের নিকটও আমি শুধুমাত্র এর ছিটেফোটাই উল্লেখ করেছি, কিন্তু একটি সংঘবদ্ধ ইতিহাসের আকারে এটি পেশ করার কোন সুযোগই এযাবত হয়ে উঠেনি।

 

পাছে এ ইতিহাস আমার সাথে সাথে কবওে চলে যায়, সে আশঙ্কায় আজ আমি তা বর্ণনা করার প্রয়োজন বোধ করছি। অন্যথায় আমার যে অভিজ্ঞতা ও চিন্তা করছিল, তা জনগণের অজানাই থেকে যেত।

 

জামায়াতে ইসলামীর ঊনত্রিশ বছর

সাইয়েদ আবুল আ’লা মওদূদী

book স্ক্যান কপি ডাউনলোড