ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার

আমাদের কথা

 

ইসলাম মানুষের স্রষ্টা মহান আল্লাহ তায়ালার প্রদত্ত জীবন ব্যবস্থা। মানুষের সার্বিক কল্যাণের লক্ষ্যে মানুষকে জীবন যাপনের জন্যে তিনি যে জীবন ব্যবস্থা প্রদান করেছেন তারই নাম ‘ইসলাম’। ইসলাম মানুষের জন্যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত ও কার্যকর হওয়ার মাধ্যমেই ইসলামের পূর্ণাঙ্গ রূপ প্রকাশ পায়। তাই মুসলমানদের জনবসতিতে ইসলামকে প্রতিষ্ঠিত ও কার্যকর পদক্ষেপ নেয়া মুসলমানদের জন্যে অপরিহার্য কর্তব্য।যে জনবসতিতে ইসলামী আদর্শের ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে সে রাষ্ট্রে অমুসলিম নাগরিকরা কি অধিকার ও মর্যাদা লাভ করবে- সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মূলত সে বিষয়টির দিক নির্দেশনা আল কুরআন ও সুন্নাহ্‌তেই রয়েছে। কুরআন-সুন্নাহর আলোকে মনীষীগণ এ বিষয়ে রূপরেখাও পেশ করেছেন।এ বিষয়ে সংক্ষিপ্ত অথচ মৌলিক ও তথ্যবহুল বক্তব্য রেখেছেন বিশ শতকের সেরা ইসলামী মনীষী মাওলানা সাইয়েদ আবুল আ’লা মওদূদী (র)। তাঁর ‘ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার’ পুস্তিকাটি এ বিষয়ের একটি প্রামাণিক দলিল।বাংলাদেশের জনগণের মধ্যে ইসলামী রাষ্ট্রের দাবি ক্রমেই জোরদার হয়ে উঠছে। সে সাথে এখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে অমুসলিমদের অধিকার ও মর্যাদা কি হবে- সেই প্রশ্নও সামনে এসেছে। আমরা আশা করি আল উস্তায আবুল আ’লা মওদূদীর এ পুস্তিকাটি থেকে এ বিষয়ে সুস্পষ্ট ধারণা লাভ করা যাবে।বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ হবার কারণে পুস্তিকার শেষভাগে আমরা লেখকের এ সংক্রান্ত আরো কিছু লেখা সংযোজন করে দিয়েছি। এতে পুস্তিকাটি আরো সমৃদ্ধ হলো।

 

আবদুর শহীদ নাসিমপরিচালকসাইয়েদ আবুল আ’লা মওদূদী রিসার্চ একাডেমী, ঢাকা।

ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার

সাইয়েদ আবুল আ’লা মওদূদী

book স্ক্যান কপি ডাউনলোড